টিউটরিয়ালটিপস এন্ড ট্রিকস

এস,ই,ও কি ? কিভাবে এস,ই,ও শিখা শুরু করবেন ? এস,ই,ও এর বেসিক ধারণাসমূহ

আর্টিকেল টি এস ই ও সর্ম্পকিত । আশা করছি সাবার একটু হলেও উপকারে আসবে। লেখা টি যদি কোন ভাবে কারো কাজে আসে, তাহলেই কেবল মাত্র আমার এই লেখা এবং কষ্টোটুকু স্বার্থকতা পাবে।

আমাদের দেশ একটি স্বাধীন ও উন্নয়নশীল দেশ। আমাদের এই দেশ উন্নয়নশীল হলেও রয়েছে বেকারত্ব এবং দক্ষ জনশক্তির অভাব যা কিনা আমাদের দেশের জন্য মটেও সম্মান কর নয়। সারা বিশ্ব যেখানে প্রযুক্তি নির্ভর সেখানে আংশিক অংশে রয়েছে আমাদের দেশ। বর্তমান বিশ্বে প্রায় সব দেশেই তারুণ্যের মাঝে বেশ জায়গা করে নিয়েছে অনলাইন ভিত্তিক কাজ ফ্রিল্যানসিং। অনান্য দেশের মতোই আমাদের দেশের তারুণ্যের মাঝে রয়েছে ফ্রিল্যানসিং করার উদ্দিপনা, যেখানে অনেকেই স্বপ্ন দেখে নিজেকে দক্ষ্য ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে। আমি কিভাবে নিজেকে একজন দক্ষ্য ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করবো, সেই সঠিক পথ না জানায় এবং কিছু প্রতিবন্ধকার কারণে অনেকেই এই ফ্রিল্যানন্সিং সেক্টরে কাজ করতে আগ্রহ হারাচ্ছেন।

যে সকল তারুণ্যেরা বা যারা নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখেন যে ফ্রিল্যানসিং সেক্টরে প্রতিষ্ঠিত হবেন, তাদের মধ্যে অনেকেরই প্রথম পছন্দের তালিকায় রয়েছে এস ই ও/ SEO (Search Engine Optimization).

কারণ, এস ই ও এর চাহিদা ব্যাপক এবং কাজ করা তুলনামূলক সহজ।

 

এসইও  কি ? 


বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে কোন ওয়েব সাইট বা ব্লগের যে সর্ম্পক টাই এস ই ও (Search Engine Optimization). আবার এভাবে ও বলা যায়, যে সকল সার্চ ইঞ্জিন গুলোতে অনলাইন ভিত্তিক কোন সেবা/ওয়েব সাইট/ব্লগের মার্কেটিং করাই হচ্ছে এস ই ও।

সার্চ ইঞ্জিন কি?


এস ই ও জানার আগে অবশ্যই সার্চ ইঞ্জিন কি সে বিষয় সর্ম্পকে ভালো ধারণা থাকতে হবে।
কারণ এস ই ও শিখা/করার জন্য সার্চ ইঞ্জিন সর্ম্পকে জ্ঞান থাকা টা অনেক জরুরী।

সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরণের অন লাইন ডাটা স্টোরেড সার্চ মেশিন। যে কিনা বিভিন্ন ধরণের ডাটা বা তথ্য অনলাইন ডাটা বেশে জমা করে রাখে, যা আপনাকে/ভিজিটরকে বিভিন্ন তথ্য বা সেবা প্রদান করবে আপনার/ভিজিটরের প্রয়োজন অনুযায়ী।ভিজিটর তার সার্চ সর্ম্পকিত সকল ধরণের তথ্য খুব সহজেই সার্চ ইঞ্জিনে সার্চ করে পেয়ে থাকেন।

সার্চ ইঞ্জিন তার এই কাজ টি করতে সময় নেয় মাত্র ন্যানো সেকেন্ড।

প্রথম Search Engine  হিসেবে www.excite.com আত্মপ্রকাশ করে।

 

কিছু জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম !


  1. www.google.com
  2. www.yahoo.com
  3. www.bing.com
  4. www.ask.com
  5. www.msn.com
  6. www.aol.com
  7. www.altheweb.com
  8. www.altavista.com

 

 

 

 

 

সার্চ ইঞ্জিন কি ভাবে কাজ করে?


সার্চ ইঞ্জিন তার নিজস্ব Software এর মাধ্যমে কাজ করে থাকে। Software টির নাম ক্রাউলার।

সার্চ ইঞ্জিন তার স্বয়ংক্রিয় ক্রউলার বিভিন্ন ওয়েব সাইট বা ব্লগে পাঠায়,
ক্রউলার অনলাইনে ওয়েব সাইট বা ব্লগ থেকে প্রয়োজনীয় ডাটা সংগ্রহ করে, নিজস্ব ডাটা বেজে বা ডাটা সেন্টারে জমা রাখে।

 

সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা SERP কি ?


সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা SERP হচ্ছে যখন কোন ব্যবহারকারী সার্চ ইঞ্জিনে এসে কোন তথ্য সর্ম্পকে অনুসন্ধান করে, তখন সার্চ ইঞ্জিন তার নিজস্ব ডাটা বেজ থেকে ব্যবহারকারীকে তার তথ্য অনুসন্ধান সর্ম্পকিত যে ওয়েব লিংক সমূহ দিয়ে থাকে বা যে রেজাল্ট প্রদর্শন করে তাই SERP বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ।

 

এস ই ও এর প্রকার ভেদ !


এক-  অরগানিক এস ই ও বা ফ্রি এস ই
(এটা একটা ফ্রি পদ্বতি যাতে কোনা টাকা দিতে হয় না সার্চ ইঞ্জিন কে)

দুই-   পেইড এস ই ও
(সার্চ ইঞ্জিনকে টাকা দিয়ে সার্চ ইঞ্জিনের সার্চে আসতে হয়। যতদিন টাকা দেয়া হবে ততো দিন
সার্চ ইঞ্জিনের সার্চে থাকবে আপনার ওয়েব সাইট বা ব্লগ)

সার্চ ইঞ্জিনের নিয়ম অনুসারে এস ই ও প্রকার দুইটি

হোয়াইট হ্যাট এস ই ও – (বৈধ পদ্ধতি যা সার্চ ইঞ্জিনের কাজের কিছু নিয়ম এবং শর্ত )
ব্লাক হ্যাট এস ই ও – (অবৈধ পদ্ধতি)

 

এস ই ও কয়টি পদ্ধতিতে করা যায়?


এস ই ও করার পদ্ধতি মূলত দুই

অন পেজ এস ই ও (On Page SEO) – এডমিন প্যানেলে লগ ইন করে ওয়েব সাইটের কাজ করতে হয়।
অফ পেজ এস ই ও (Off Page SEO) – এডমিন প্যানেলে লগ ইন না করে বাইরে থেকে ওয়েব সাইটের কাজ করা।

 

এস ই ও করার সময় যে চারটি বিষয় মনে রাখতে হয় !


  1. Keyword Research.
  2. Keyword Analysis.
  3. On-page SEO.
  4. Off-page SEO.

 

এস ই ও করতে কমন কিছু ওয়ার্ড ব্যবহৃত হয় !


  • Keyword
  • URL
  • Link
  • Visitor
  • Page Rank
  • Meta Tag
  • Back Link

 

এস ই ও শিখতে কি কি লাগে বা কতদুর পড়াশুনা জানতে হয়?


১ম-     মোটামুটি কনফিগারেশন সম্বলিত একটি ল্যাপটপ/কম্পিউটার।

২য়-     ইন্টারনেট কানেকশন।

৩য়-     ইন্টারনেট সর্ম্পকে মোটামুটি ধারণা এবং ওয়েব ব্রাউজিং ।

৪র্থ-     শেখার মানসিকতা/আগ্রহ।

৫ম-    উপরি উক্ত বিষয় গুলো জানলে এবং মোটামুটি ইংরেজি ধারণা, যাতে করে আপনি
বুঝতে পারেন ওয়েব সাইট টি বা ক্লাইন্ট আপনাকে কি বলছে।

 

এস ই ও এর জনপ্রিয়তা বা চাহিদা কেমন?


এস ই ও এর জনপ্রিয়তা বা চাহিদা ব্যাপক হারে। বর্তমানে প্রায় বেশির ভাগ ব্যবসা বা প্রতিষ্ঠান অনলাইন ভিত্তিক। আপনার প্রতিষ্ঠান বা ব্যবসা টা যদি এস ই ও করে গুগল সার্চ ইঞ্জিনের ১ম পেজে আসতে পারে তাহলে আপনার প্রতিষ্ঠান বা ব্যবসা টা খুব সহজেই অনলাইনে খুজে পাবে ব্যবহারকরী/ক্রেতা। তাই নি:সন্দেহে এস ই ও এর চাহিদা বা জনপ্রিয়তা অনেক বেশি।

 

এস ই ও শিখতে কত দিন সময় লাগে?


এই বিষয় টা নির্ভর করে আপনার মেধা, চেষ্টা, বোঝার ধরণ এবং প্রাক্টিসের উপর, তবে ২/৩ মাসের মধ্যে মোটামুটি কাজের টেকনিক টা আয়ত্তে করতে পারবেন । তবে দির্ঘ সময় প্রাক্টিস এবং কাজ করলে অনেক ভালো ভাবে এস ই ও শিখতে পারবেন।

 

এস ই ও এর কিছু সুবিধা বা দিক গুলো কি কি?


  • আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা ওয়েব সাইট/ব্লগ কে অনলাইতে দ্রুত পরিচিত করা ।
  • অনলাইনে ব্যবহারকারীদের মনে এবং ক্রেতাদের মনে ভালো মানসিকতা তৈরি করতে পারবেন।
  • ওয়েব সাইট/ব্লগ বা ব্যবসা প্রতিষ্ঠানের, অনলাইন ভিত্তিক অনেক বেশি ভিজিটর/ক্রেতা পাওয়া।
  • দিন দিন ব্যবসায় পণ্যের বিক্রি বাড়বে অনেকাংশে।
  • ব্যবহারকারীগন হতে পারে আপনার ভবিষৎ ক্রেতা।

সর্বশেষ: আপনার ওয়েব সাইট/ব্লগ বা ব্যবসা প্রতিষ্ঠান দির্ঘ সময় থাকতে পারবে অনলাইন ভিত্তিক সার্চ ইঞ্জিনে, এতে করে আপনার প্রতিষ্ঠান অনলাইনে ব্যবসা করতে পারবে দির্ঘ সময় ধরে।

 

এস ই ও শেখার পর দৈনিক কত ঘন্টা কাজ করবো ?


আপনার ক্লাইন্টের কাজের উপর নির্ভর করে কত ঘন্টা আপনাকে কাজ করতে হবে। তবে ২ ঘন্টা কাজ করলেই মোটামুটি ফলাফল পাওয়া যায়। তবে ক্ষেত্র বিশেষে সময় বেশি লাগে সেটা হতে পারে ৪-৬ ঘন্টা বা আরো বেশি।

 

এস ই ও করে মাসে কত টাকা ইনকাম করা যায় ?


এক্ষেত্রে আপনার কাজের দক্ষ্যতার উপর নির্ভর করে যে, আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন। বাইরের দেশে অনেক এস ই ও ফ্রিল্যানসার প্রতি কাজের জন্য monthly 750-3000 ডলারের বিনিময়ে কাজ করে থাকেন। তবে সেক্ষেত্রে আমাদের দেশে টাকা টা তুলনা মূলক একটু কম তবে কাজে দক্ষ্য হলে ইনকাম বাড়বে বই কমবে না। তাই বুঝতেই পারছেন এর ইনকাম সোর্স বা পরিধি কত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close