টিপস এন্ড ট্রিকস

Nulled/নাল বা ক্র্যাক থিম ও প্লাগিন ব্যবহার করলে উচিত কিনা ।

Nulled / নাল থিমঃ

আপনারা যারা আমাজন এফিলিয়েট / ব্লগিং করেন তাদের মোটামোটি সব সময় পেইড থিম / প্লাগিন এর দরকার হয়। অনেকে প্লাগিন ও থিম গুলা গ্রুপ বাই বা বিভিন্ন ট্রাস্টেড পারসন নয় এমন কারো কাছে থেকে নিয়ে থাকেন। যার ফলে দেখা যায় ঐ থিম বা প্লাগিন পরবর্তীতে আপডেট নিচ্ছে না বা সাইট এর ব্যাপক ক্ষতি হয়ে থাকে।
নিচে নাল /ক্র্যাক থিম প্লাগিন ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে তা দেয়া হলো
১) ভাইরাস, ব্যাকডোর, অন্যান্য ম্যালওয়্যার এর ফলে সাইট হ্যাক হবার হাই রিস্ক থাকে।
২) নাল /ক্র্যাক থিম প্লাগিন গুলাতে কোনো প্রকার আপডেট পাওয়া যায় না
৩)কোনো সাপোর্ট পাবেন না
৪) এইরূপ আউটডেটেড নাল /ক্র্যাক থিম প্লাগিনগুলা প্রায়শ ত্রুটি/বাগ ও অনিরাপদ হয়ে থাকে।
এর থেকে পরিত্রান পেতে হলে আপনাদের যাদের বাজেট কম তারা ফ্রি থিম ও প্লাগিন ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেস এ অনেক ফ্রি থিম ও প্লাগিন আছে যেইগুলা আপনি নিরাপদে ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে অফিসিয়াল ফ্রি থিম ও প্লাগিন ব্যবহার করাই ভালো হবে নাল /ক্র্যাক থিম প্লাগিন ব্যবহার করা থেকে। ‘
থিম: https://wordpress.org/themes/
প্লাগিন: https://wordpress.org/plugins/
বিঃদ্র কিভাবে বুঝবেন থিম নাল/ক্র্যাক কিনা ? এর জন্য আপনি stye.css ফাইল আছে কিনা চেক করেন। মিসিং থাকলে সেইটা আপডেট হবে না। তবে কিভাবে আপনি নাল /ক্র্যাক থিম প্লাগিন চিনবেন তা নিয়ে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close