Google Update 2021 || Google Recent Update
google Update
গুগল আপডেট এর সর্বশেষ অবস্থা অনেকেই গুগল আপডেট এর অবস্থা জানতে চেয়ে মেসেজ করছেন। গুগল আগেই ঘোষণা দিয়েছিলো এইবারের কোর আপডেট ১/২ সপ্তাহ পর্যন্ত চলবে; https://prnt.sc/1arkq7g ১লা জুলাই শুরু হওয়া আপডেটটি এখনও কিছুটা প্রভাব কিছু কিছু ক্যাটাগরিতে দেখা যাচ্ছে তবে সার্বিক ভাবে ঝড়ের গতি অনেকখানি কমে গেসে। SEMrush সেন্সর তাই ইন্ডিকেট করছে https://prnt.sc/1arijfh ৩/৪ দিন পর আপনারা আপনাদের ব্লগ/ এফিলিয়েট সাইট গুলার কীওয়ার্ড পসিশন বা অডিট করে দেখতে পারেন কি অবস্থা? তার জন্য আপনি গুগল সার্চ কনসোল রিপোর্ট + ahrefs এর সাহায্য নিতে পারেন। করণীয়: ১) ইন্টারলিংক গুলা চেক করা, রিলেভেন্ট পোস্ট গুলাতে ও anchor টেক্সট ঠিক আছে কিনা দেখা। ২) ব্যাকলিংক গুলা চেক করা, কোনো স্পাম লিংক থাকলে disavow করা। ৩) এক্সক্লুড থেকে চেক করা যে কোনো ইম্পরট্যান্ট পেজ ডি-ইনডেক্স হয়েছে কিনা ? ৪) আপনার নিশে যারা লিডিং বা ভালো করেছে শেষের ২টি আপডেট-এ ( জুন+জুলাই ) তাদের সাইটটা দেখে আপনার সাইট এর গ্যাপ বের করা ও ফিক্স করা। বিঃদ্রঃ ২/১ দিনের মধ্যেই গুগল এর ঝড় সম্পূর্ণরূপে বন্ধ হবে বলে আশা করছি। তারপর আপনারা কাজ শুরু করে দিয়েন।
google trends google update google update 2021