গেইমিং
Trending

ফ্রী ফায়ার গেম কোন দেশ তৈরি করেছে ? Free Fire Game

Free fire game কোন দেশ  তৈরি করেছে?

Free fire game কোন দেশ  তৈরি করেছে?

এটি নিয়ে দ্বিমত থাকেন অনেকেই। ফ্রি ফায়ার গেমটি অফিসিয়াল ভাবে সিংগাপুর দেশ এর Garena কোম্পানির তৈরি করে , ডেভলাপভ ও পাব্লিস করা। অনেকে বলে এটি একটি চাইনিজ অ্যাপ। এর মানে হচ্ছে চীনারা আসলে ফন্দি করে অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে। এটি সিংগাপুরের এপ এর যথাযথ কারণ আছে।

তাহলে প্রশ্ন হলো,।

Free Fire কি একটি চাইনিজ অ্যাপ? | ফ্রি ফায়ার কে তৈরি করেছে?

আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো , Garena Free fire game কোন দেশ এর  কোন কোম্পানি তৈরি করেছে?

আজকে এই পোস্ট এর মাধ্যমে তুলে ধরা হবে  যে, ফ্রী ফায়ার আসলে কোন দেশের তৈরি? ফ্রী ফায়ার কি আসলে চীনের তৈরি? নাকি Free Fire  অরিজিন চীন দেশ না, অন্য কোন দেশ এর তৈরি?

ভারত ও বাংলাদেশের বৃহত্তম ও পপুলার গেম গুলোর মধ্যে Free Fire অন্যতম জনপ্রিয় একটি গেম। Free Fire তার ইউজারদেরকে দুর্দান্ত সব আপডেট এবং ইভেন্টের মাধ্যমে চমৎকৃত করেছে দিন দিন। এমনকি ফ্রী ফায়ার গেম রয়েক ব্যাটেল  হওয়ায় জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে। কিন্তু অনেকেই অজ্ঞাত যে, Free Fire গেমটির কে তৈরি করেছে বা কোন দেশ থেকে তৈরি?

Free Fire ও পাবজি মোবাইল গেম ইউজারা প্রায় সময় ফ্রী ফায়ার ও পাবজি নিয়ে বিতর্কে মেতে থাকে। উভয় গেমকে একে অপরের সাথে তুলনা করা হয় । পাবজি মোবাইল ও Free Fire ফ্যানদেরকে প্রায় সময় বিতর্কে জড়িয়ে থাকে। এবং একে একে অপরের সাথে তুলনা করে।

অনেকে জানেন, ভারতে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী 59 টি চাইনিজ অ্যাপ্লিকেশন ব্যান করে দেওয়ার জন্য প্রস্তাবনা পাস করে। তার কারণ ঐসব অ্যাপ থেকে ভারতীয় ইউজারদের ডাটা, প্রাইভেসি, এমনকি safety রক্ষার জন্য মূলত এই কাজ  করা হয়।

Line of Actual Control (LAC) এর সংঘর্ষের পরিবর্তে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে কিছুটা হলেও বিরোধ তৈরি হয়। পরে একে অপরের অ্যাপ্লিকেশন ব্যান করার চিন্তা করা হয়। এ কারণে ভারতীয় অনেকেই  চিন্তিত হয়ে পড়ে যে, ফ্রি ফায়ার অ্যাপ এর সাথে  চীনের  সম্পর্ক থাকে তাহলে অ্যাপটি ভারতে ব্যান হয়ে যেতে পারে।

 


free fire logo

যেমন এর আগে পাবজি গেম একটি চাইনিজ মোবাইল অ্যাপ্লিকেশন। এবং সেটি ইন্ডিয়াতে ইতিমধ্যে ব্যান হয়ে আছে।

ঠিক এই  কারণে মাল্টিপ্লেয়ার sirvival গেম ফ্রি ফায়ার নামে পরিচিত গেমটিও ব্যান করা যেতে পারে  ধারণা করা হয় । এ নিয়ে অনেকে হতাশায় পড়ে যান। অনেকে মনে করতে থাকে যে, ফ্রি ফায়ার হয়তো একটি চাইনিজ অ্যাপ্লিকেশন।

 

Free fire game আসলে কোন দেশ তৈরি করেছে?

ফ্রী ফায়ার গেম এর প্রতিষ্ঠাতা কোম্পানিটি হল গেরিনা ( Garena) । কোম্পানির মালিক হলেন ফরেস্ট লি। যিনি গ্যারেনা কোম্পানির প্রতিষ্ঠাতা।

তাছাড়া যদি পাবজি মোবাইলের কথা বলি, সেটি সাউথ কোরিয়ান- জাপানিজ কোম্পানি। ফ্রী ফায়ার গেমের মালিক ‘সি লিমিটেড’ কোম্পানি, যেটি চীনের। কিন্তু গ্যারেনা যেহেতু ফরেস্ট লি এর প্রতিষ্ঠিত কোম্পানি, সেহেতু এটি যে চীনের অ্যাপ তা নিয়ে দ্বিমত আছে অনেকের।

ফরেস্ট লি হলেন একজন চীনা বংশোদ্ভূত। মানে তিনি চীন দেশে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে সিঙ্গাপুরের চলে আসেন স্থানান্তরিত হয়ে। এখানে এসে সিঙ্গাপুরের অধিবাসী হয়ে বেড়ে ওঠেন। এমনকি সিঙ্গাপুরের নাগরিকত্ব অর্জন করেন। এখন ফরেস্ট লি চীনা নাগরিক হতে পারেন।কিন্তু  প্রকৃতপক্ষে উনি সিঙ্গাপুরি নাগরিক।

সে দিক থেকে অ্যাপ্লিকেশনটি চীনের বলা যাবে না। তার কারণ, পরে কিন্তু তিনি সিঙ্গাপুরে গ্যারেনা নামক একটি স্থায়ী কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। আর এ কোম্পানির গেমস ফ্রী ফায়ার। এর সাথে চীন দেশ কোনোভাবে কানেক্টেড নয়। বরং সিঙ্গাপুরের কোম্পানি গ্যারেনা। এবং এই কারণে ফ্রি ফায়ার কে চীনে নিষিদ্ধ করা হয় নাই।

ফ্রি ফায়ার গেম  জনপ্রিয় সারভাইবাল গেম এই গেমের ডেভেলপার হলো 111 Dots স্টূডিও। ফি ফায়ার এর নতুন আপডেট ভার্সন ‘ফ্রি ফায়ার মাক্স‘ যা নিয়ে এখনো কাজ করা হচ্ছে। ফ্রি ফায়ারে গ্রাফিক্সের তুমুল পরিবর্তন ও উন্নতি করা হচ্ছে বলে জানা যায়।

এছাড়া Free Fire এর নতুন নতুন আপডেট ফ্রী ফায়ার কে অনেক বেশি জনপ্রিয় হয়ে তুলেছে। বর্তমানে এর চমৎকার প্লে স্টোর রেটিং রয়েছে। পাশাপাশি Free Fire ডাউনলোড এখন প্রায় ১ বিলিয়ন এর উপরে। যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

ইতিকথাঃ

ফ্রী ফায়ার মূলত সিঙ্গাপুরি একটি অ্যাপ। এই  Free Fire Game এর ইউজার বেশি হওয়ায়, ফ্রী ফায়ার এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এখানে আছে অসংখ্য৷  Gun, Emote, Fashion Items এবং  characters। যা ইউজারদের মন কেড়ে নিতে সক্ষম হয়েছে। বাংলাদেশ এবং ভারতে ফ্রী ফায়ার জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বলে আমরা ইতি মধ্য়ে অবগত। আজ আপনারা ফ্রী ফেয়ার গামটির আসল রহস্য জানলেন। আপমার এই পোস্ট টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না । ধন্যবাদ

 

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close