BDIX কি ? BDIX server এর কিছু জনপ্রিয় সাইট সমূহ যেনে নিন ।
বর্তমানে ইন্টারনেট আমরা প্রায় সবাই চালাই । বিভিন্ন এলাকায় নেট সার্ভিস বিশেষ করে ব্রডব্যান্ড নেট সার্ভিস এর সহজলভ্য প্যাকেজ এর কারনে অনেকেই মডেম এর চেয়ে ব্রডব্যান্ড ব্যাবহারের প্রতি বেশি ঝুঁকে পড়ছে সবাই । এর প্রধান কারন গুলো চলুন দেখে নেয়া যাক ।
- ভালো স্পীড
- কম খরচে ২৪ ঘণ্টা ইন্টারনেট চালানোর সুবিধা
- ডাউনলোড সার্ভার এর সহজ ও ভালো সুবিধা
- BDIX Connectivity
উপরের প্রথম তিনটি বিষয় সবাড় জানা থাকলে ও শেষের পয়েন্টটি অনেকের কাছে অপরিচিত লাগতে পারে । আজকের টিউনটি মূলত আজকে এই বিষয় নিয়েই আলোচনা । চলুন এই বিষয়টি সম্পর্কে কিছু যেনে নেয়া যাক ।
BDIX কি ?
বিডি আইএক্স এর পূর্ণরূপ হল বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস এক্সচেঞ্জ Bnagladesh Internet Servics Exchage . BDIX এক ধরনের ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে থাকে যার মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই তাদের ঐ সার্ভার থেকে যে কোন ফাইল অনেক কম সময় অনেক দ্রুত গতিতে ডাউনলোড করে নিতে পারবেন ।
এ ক্ষেত্রে আপনার সাধারন নেট এর স্পীড যাই হোক না কেন আপনি তার চেয়ে অনেক বেশি পরিমাণ ডাউনলোড গতি পাবেন । চলুন একটি সহজ উদাহরন এর মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করা যাক । মনে করুন আপনি unex provider এর ব্রডব্যান্ড নেট চালান । আপনার লাইন হল ৫ এমবি স্পীড সম্পন্ন যার মানে হল আপনি যে কোন ফাইল average 500kbps speed এ ডাউনলোড করতে পারবেন । এটা হল আপনার নরমাল স্পীড যা আপনাকে unex provider আপনাকে দিয়ে থাকে মাসিক ১০০০ টাকার বিলের বিনিময়ে ।
আর যদি সেই provider এর বিডি আইএক্স connectivity থাকে তাহলে BDIX server গুলো থেকে তার চেয়ে অনেক বেশি স্পীড ফাইল ডাউনলোড করতে পারবেন । সে ক্ষেত্রে যদি ১০ এমবি স্পীড এর কোন BDIX server থেকে আপনি কোন ফাইল ডাউনলোড করেন তাহলে আপনার স্পীড আসবে প্রায় 1Mb যা যে কোন ইউজার এর জন্য বাড়তি একটি সুবিধা ।
এই হল বিডি আই এক্স সার্ভার গুলোর মূল সুবিধা। এ ক্ষেত্রে আরেক টি গুরুত্ব পূর্ণ বিষয় হল কিছু কিছু provider তাদের নিজেদের সার্ভার ছাড়াও বিডি আইএক্স সার্ভার এর সাথে connected থাকে যার ফলে ওই সকল সার্ভার থেকে তাদের ব্যাবহার কারীরা হাই স্পীড এ যে কোন ফাইল ডাউনলোড করতে পারে । এ ক্ষেত্রে কিছু কিছু provider তাদের নিজেদের সার্ভার এ এই সব BDIX connected server এর লিস্ট দিয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে ইউজার কে এই সকল সার্ভার খুজে বের করে নিতে হয় ।
BDIX server এর বিশেষ কিছু সুবিধা রয়েছে । এগুলো হল
- High Data Volume
- Saves a lot of money to ISPs and End users
- New Features and Services
- Redundancy
কিভাবে খুঁজে পাবো এই সকল সার্ভার সমূহ ?
একটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে ধরা যাক আপনি BDIX connected । অর্থাৎ আপনার ব্রডব্যান্ড provider এর BDIX connectivity নেয়া আছে কিন্তু আপনি সার্ভার গুলোর এড্রেস সমূহ জানা নাই । এখন কি করবেন ? চিন্তার কোন কারন নেই আমি নিচে কিছু BDIX servers এর লিস্ট নিচে তুলে ধরছি । এ ক্ষেত্রে একেক জন একেক সাইট থেকে ভালো স্পীড পেতে পারেন কারন আপনার ব্রডব্যান্ড provider কোন কোন সাইট এর সাথে connected আছে সেটা নিশ্চয়ই আমি জানি না । তাই আমার পরামর্শ হবে যে সব গুলো সাইট আপনি একবার করে চেক করুন । যে সকল সার্ভার থেকে ভালো স্পীড পাবেন সেই সাইট গুলো আপনি আপনার ব্রুজারে বুক মার্ক করে রাখুন । কোন সাইট যদি ব্রাউজারে না আসে তাহলে বুঝবেন যে ওই সার্ভার আপনার provider এর সাথে connected করা নাই । আবার এমন যদি হয় যে কোন সাইট আসলো কিন্তু ডাউনলোড স্পীড নরমাল পাচ্ছেন তাহলে বুঝবেন ওই সার্ভার এখন আপনার provider কে বিডি আইএক্স স্পীড দিচ্ছে না । নিচে কিছু সার্ভার লিস্ট তুলে ধরলাম । যারা যারা চান তারা ডাউনলোড করে নিতে পারবেন ।
TV Server
• http://www.firstrow.eu/
• http://www.livetvus.com/star-sports1.php
• http://www.techmediatune.com/livecricket/
• http://bandhanbd.watchonlinemovies24.com/live-tv#tabs-1-4
• http://paglasports.com/
• http://cricfree.tv/
• http://www.filmon.tv/
• http://www.tv24bd.com/
• http://tv.exord.net
• http://103.230.62.22/tv/ (exord mirror)
• http://www.netexpressbd.com/LiveTV/
• http://www.jagobd.com
• http://103.26.115.180/
• http://ftpbd.com/TV/starsportshd
• http://moviehaat.net/sony.html
• http://www.bdixmedia.com/index.php/live-streaming
• http://www.eolbd.com/spt_ss3.html
• http://www.crictime.nl/
• http://103.231.161.234/live
• http://103.231.161.234/live1
• http://103.231.161.234/live2
• http://103.231.161.234/live3
• http://103.231.161.234/live4
• http://103.231.161.234/live5
• http://103.26.115.180/ (HD)
• http://172.16.29.66/ (HD)
FTP Servers
• 180.211.219.126
• 180.211.219.216:96 (Username: signature & Password: signature)
• 59.152.101.141/
• http://103.3.226.207/ (Tomatto web ftp server)
• http://103.230.62.62:62/ (Exord Online)
• http://103.229.80.4
• http://59.152.105.130
• http://59.152.105.130/wp/
• http://www.bdixmedia.com/
• http://10.16.100.235
• http://www.timepassbd.com
• http://103.3.226.207 (NEW) [Recommended]
• http://103.225.228.130
• http://103.3.226.203
• http://103.230.62.62:62 (Temporary) [Recommended]
• fs1.exord.net (Permanent)
• http://www.ftpbd.com
• http://180.200.238.22 [Recommended]
• http://180.211.219.245 [Recommended]
• http://movie.idsbangladesh.net.bd [Recommended]
• http://103.229.84.7
• media.dfnbd.net/dm
• http://103.31.178.75
Torrent Servers
• http://crazyhd.com
• http://www.bdix.org/ (crazyhd mirror)
• http://www.area51bd.com/ (crazyhd mirror)
• http://torrentbd.com/
• http://172.27.27.5/
• http://ontohinbd.com/
• http://bioscopeblog.net/
• http://www.megabitnetwork.net/
• http://www.paitara.com/
• http://www.bdixtorrent.com/
• http://www.azibtorrent.com/
• http://winghd.com/
• http://www.azibtorrent.com/
Movie Servers
• http://www.antbd.com/home/
• http://new.naturalbd.com/
• http://www.ftpbd.com
• http://180.211.219.245
• http://moviehaat.net
• http://mtube.thenetheads.net
• http://103.245.205.74:56
• http://tube.dfnbd.net
• http://www.timepassbd.com/
সম্পূর্ণ লিস্ট টি ডাউনলোড করতে চাইলে নিচের দেয়া লিঙ্ক টি কিক্ল করুন
Internet provider এর কাছ থেকে ব্রডব্যান্ড লাইন নেয়ার সময় অবশ্যই জেনে নিবেন তারা বিডি আইএক্স connected আছে কি না ?
উপরের সার্ভার গুলো বিভিন্ন সাইট এবং ফেসবুকের এর গ্রুপ থেকে নেয়া তাই refereance হিসেবে সাইট গুলো দিয়ে দিচ্ছি
- – google.com
- – https://www.facebook.com/groups/BDBroadbandCommunity/
আপনাদের এই পোস্ট টি সম্পর্কে মতামত আশা করছি
মতামত জানাতে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন । এছাড়া কোন ভুল মনে হলে আমাদের দরিয়ে দিন ।জাতে করে পোস্ট টি আপডেট করে নিতে পারি । ধন্যবাদ !