প্রশ্নঃ গিগ ইম্পেশন বাড়ছে কিন্তু ক্লিক বাড়ছে না, ক্লিক বাড়ছে কিন্তু অর্ডার আসছে না? তাহলে কি করা যায়
অধিকাংশ নিউ সেলারদের এই প্রব্লেম ফেস করতে হয়।
এই প্রব্লেম ফেস করার ৩টা কারন হতে পারে। যথাঃ
১) সঠিক কিওয়ার্ড বাছাইকরনে ত্রুটি
২) গিগ ইমেজ এট্রাক্টিভ না হওয়া ও
৩) বেসিক প্যাকেজের মুল্য নির্ধারণ ইস্যু
১) সঠিক কিওয়ার্ড বাছায়করনে ত্রুটিঃ গিগ রাঙ্কিং এর জন্য কিওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সুস্থ মস্তিষ্ক ছাড়া মানুষ যেমন পাগল হয়ে এদিক ওদিক ছুটে বেড়ায় । যার জন্য পাগলকে শিকল বন্ধী করে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয়। ওই জায়গার মধ্যেই পাগল পাগলামি করে। আর ওই জায়গায় গেলেই আমরা পাগলের দেখা পাবো। এখানে কিওয়ার্ড হচ্ছে গিগ এর মস্তিষ্ক। এটা সঠিকভাবে নির্বাচন করতে না পারলে। গিগও পাগলের মতো যেখানে সেখানে ঘুরে বেড়াবে । যেখানে থাকার কথা সেখানে পাবো না। সো কাঙ্খিত বায়ার আপনার গিগ সার্চ করে খুজে পাবেন না। আপনার ইম্প্রেশন বাড়বে কিন্তু ওর্ডার আসবে না। অর্থাৎ আপনার ক্যাটাগরি অনুযায়ী গিগ যেখানে র্যাংক করার কথা সেখানে র্যাংক করবে না।
কিওয়ার্ড বাছাইয়ের পরামর্শঃ
এমন কিওয়ার্ড বাছাই করবেন যেগুলা আপনার গিগ টাইটেলের ভিতর থাকে। যেমন,
যদি আপনি মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করেন। তাহলে টাইটেলটা যদি এমন হয়-
I will create explainer video Animation for YouTube and Facebook ads
এই টাইটেলের জন্য ট্যাগ হওয়া উচিত ঃ Explainer video, video animation, Facebook ads, YouTube ads, animated video
লক্ষ্য করেন, প্রত্যেকটা ট্যাগ গিগ টাইটেলের ভিতর আছে। আপনি যদি এভাবে কিওয়ার্ড নির্বাচন করেন। তাহলে আশা করি খুব দ্রুত আপনার গিগ র্যাংকিং করবে এবং অর্ডার পাবেন।
২) এট্রাক্টিভ গিগ ইমেজঃ অর্ডার পাওয়ার জন্য এটাও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যদি দেখেন ইম্প্রেশন বাড়ছে বাট ক্লিক বাড়ছে না। কিন্তু কিওয়ার্ড বাছাই সঠিকভাবে করেছেন। তারপরও অর্ডার তো পরের কথা ক্লিকও আসছে না। তাহলে ধরে নিবেন গিগ ইমেজ এট্রাক্টিভ হয় নি। সুন্দরী মেয়ে দেখলে যেমন সবাই তার দিকে দৃষ্টি দিয়ে থাকি এবং কিছু লোক তার ডিটেইলস জানার চেস্টা করি। বুঝতে পারছেন! কারা ডিটেইলস জানার চেস্টা করবে। ঠিক তেমনই গিগ ইমেজ এতোটাই এট্রাক্টিভ করতে হবে যেটা কাঙ্খিত বায়ারের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তাহলে বায়ার গিগে ক্লিক করে ডিটেইলস দেখবে বা আপনাকে নক দিবে।
৩) গিগের বেসিক প্রাইস অবশ্যই সার্ভিস অনুযায়ী কম রাখার চেস্টা করবেন। নিউ সেলারদের জন্য $৫ রাখাই উত্তম।
->>>>ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।যতদ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেস্টা করবো।