Toffee Live TV কিঃ
Toffee Live TV মুলত এটি একটি OTT প্লাট ফর্ম । এখানে রয়েছে বেস কিছু লাইভ টিভি চ্যানেল ও জনপ্রিয় অনেক প্রিমিয়াম চ্যানেল ।এছাড়া রয়েছে বিভিন্ন ধরেনে এন্টারটেইনমেন্ট জাতিয় প্রোগ্রাম, গান, মুভি ইত্যাদি । এটি মূলত মোবাইল ফোনে দেখা যায় পাশা পাশি এন্ডোয়েড টিভিতে ও দেখা যায় । এটি একটি অ্যাপ যা আপনি Google Play Store এ পাবেন । এছাড়া যদি প্লে স্টোরে না পান তাহলে কিভাবে Toffee Live TV apk download করবেন তা নিয়ে আলোচনা থাকবে সব শেষে । তাহলে চলুন দেখা নেয়া যাক কিভাবে আপনি আপনার মোবাইল এবং টিভি তে Toffee Live TV download করবেন।
অনলাইনে বিজনেস করতে চান? ইনভেস্ট ছাড়াই কিছু বিজনেস আইডিয়া
অ্যান্ড্রয়েড মোবাইলে লাইভ টিভি দেখার জন্য প্লে স্টোরে অনেক রকম অ্যাপ রয়েছে। কিন্তু Toffee TV অ্যাপটি অনন্য সকল অ্যাপ থেকে একটু হলেও আলাদা। কিভাবে আলাদা সেটাই আর্টিকেলটিতে বিস্তারিতভাবে আলোচনা করবো। প্রথমে যেনে নেয়া যাক, অ্যাপটিকে ডেভেলপমেন্ট করেছে মোবাইল সিম কোম্পানি বাংলালিক লিমিটেড। আশা করি, অ্যাপটির ইন্টারফেস এবং পারফরমেন্স নিয়ে এখন আর কারোও মনে কোন প্রশ্ন নাই।
ফিচারসমূহঃ
শুরুতে জেনে নেওয়া যাক, অ্যাপটিতে আমরা ফিচার গুলো কি কি দেখতে পাবো-
- অ্যাপটিতে ১০০ টির অধিক লাইভ টিভি চ্যানেল রয়েছে; পরবর্তীতে এই সংখ্যা বাড়ার সম্ভনা আছে।
- লাইভ টিভি চ্যানেলগুলো ক্যাটাগরি হিসেবে সাজানো হয়েছে যেখানে আপনি খেলাধুলা, খবর, মুভি, মিউজিক, টিভি সিরিয়াল, ধর্মীয় ইত্যাদি ক্যাটাগরির টিভি চ্যানেল দেখতে পাবেন।
- লাইভ টিভি ছাড়াও অ্যাপটিতে আপনি বিভিন্ন মিউজিক ভিডিও, মুভি এবং নাটক দেখতে পাবেন।
- যেকোন ভিডিওকে আপনার ফেবারিট ভিডিও হিসেবে ভিডিও গুলোর গ্রুপ বানিয়ে দেখতে পারবেন।
- আপনার যদি নিজস্ব কোন ভিডিও থাকে সেটা এই অ্যাপটিতে আপলোড করতে পারবেন যা দিয়ে আপনি টাকা উপার্জন করতে পারবেন।
সুবিধা ও অসুবিধাঃ
প্রতেকটি জিনিসের যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে। Toffee অ্যাপটিও এর ব্যতিক্রম নয়।
সুবিধা
- অ্যাপটিকে বাংলালিক ডেভেলপমেন্ট করলেও বর্তমানে যেকোন সিম ব্যবহারকারীরা এটিকে ব্যবহার করতে পারছেন।
- আপনি অ্যাপটিকে মোবাইল ডেটা ছাড়াও ওয়াই-ফাই দিয়ে ব্যবহার করতে পারবেন।
- অ্যাপটিকে সম্পূর্ন অ্যাডবিহীন করে একটা নিট এন্ড ক্লিন ইন্টারফেস দেওয়া হয়েছে।
- অ্যাপটিতে সাবক্রিপশন সুবিধা রয়েছে। অ্যাপটিকে এখন সবার জন্য ফ্রী সাবক্রিপশেনে রাখা হয়েছে।
অসুবিধা
- অ্যাপটিতে বর্তমানে আপনি যেসকল মুভি, মিউজিক ভিডিও এবং নাটক দেখতে পাবেন সেগুলো কেবল ইউটিউব চ্যানেল জি-সিরিজের কন্টেন্টগুলো।
- পরবর্তীতে অ্যাপটির ফ্রি সাবক্রিপশন হয়ত আনলিমিটেড সময়ের জন্য নাও থাকতে পারে বা একটি নির্দিস্ট সিম ব্যবহারের সিমাবদ্ধতা আসতে পারে।
পরবর্তীতে সুবিধা এবং অসুবিধার সমূহ কেমন হবে তা শুধু মাত্র সময়ই বলে দিবে। সুবিধা দেখে নিশ্চই এতক্ষনে বুঝে গিয়েছেন এই অ্যাপটি অন্য সকল অ্যাপ থেকে কিছুটা হলেও আলাদা।
Toffee TV কিভাবে ডাউনলোড করবেনঃ
Toffee TV অনেকেই যানেন কিভাবে ডাউনলোড করতে হয় । এটি মূলত গুগল প্লে স্টোর থেকে সহজে
ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপ'টি ডাউনলোড করে ওপেন করলেই ব্যাবহার করতে পারবেন । কিন্তু অনেক ক্ষেত্রে কিছু এন্ডোয়েড ডিভাইস এর ক্ষেত্রে সমস্যা করতে পারে । সেই ক্ষেত্রে কিভাবে ডাউনলোড করবেন ।
Toffee tv যদি প্লে স্টোরে না থাকেঃ
Toffee tv টিভি যদি মোবাইল না থাকে তাহলে আপনি এই অ্যাপটি গুগল সার্চ করে পেয়ে জেতে পারেন । মূলত toffee tv, live apk লিখলেই চলে আসবে । চাইলে এই লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন
Toffee Live TV apk
Toffee টিভিতে কিভাবে ডাউনলোড করবেনঃ
Toffee tv আপনার টেলিভিশন এর ক্ষেত্রে Toffee অ্যাপ'টি অ্যাপ স্টোরে পাবেন না । সেই ক্ষেত্রে আপনি আপনার টিভিটির গুগল ব্রাউজারে চলে যান তারপর toffee tv apk লিখে সার্চ করুন তাহলে এই অ্যাপটি পেয়ে যাবেন যদি না পান তাহলে এই লিংক থেকে
ডাউনলোড করে নিন।
শেষ কথাঃ
আশা করছি এতখনে আপনি আপনার টিভি অথবা মোবাইল লাইভ টিভি দেখার জন্য এই পোস্ট টি কাজে লাগবে । আমাদের এই পোস্ট আপনার কাছে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অনুরুধ রইল । ধন্যবাদ
আরো জানুনঃ
অনলাইনে উপার্জন করার ৫ টি সহজ উপায়
গুগল এডসেন্স অনুমোদন না হওয়ার কারণ সমুহ
কিভাবে অনলাইনে টাকা আয় করবেন ও অর্জিত টাকা কিভাবে পাবেন ?