আমি মোঃ রাকিবুল ইসলাম রিমন
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম আর্টিকেল ।
আমরা সবাই কম বেশী অনলাইনে আর্নিং সম্পর্কে জানি। কেউ কম বা কেউ বেশী। তবে এটা আমরা সবাই জানি যে এই প্রফেশন থেকে অর্থ উপার্জন করা যায়।
এবার আশি আসল কথায়। আমরা অনেকে শুধু মাত্র এই আয়ের কথা শুনেই হুর হুর করে ছুটে চলি লক্ষহীন ভাবে কাজ শিখতে। অনেকে আবার কাজ না শিখেই এই প্রফেশনে অর্থ বা ডলার খুজে বেরাই।
বের্থতার প্রধান ৫ টি কারন আজ আপনাদের সামনে তুলে ধরব।
১ উদ্দেশ্যহীনতা
অর্থের লোভ আমাদের সবারই রয়েছে । আর সেই অর্থ উপার্জনের উৎস যদি হয় বাসায় বসেই নিজের কম্পিউটারে । তাহলে এর থেকে ভাল আর কি হতে পারে।কিন্তু আমাদের প্রধান সমস্যা আমরা আয়ের কথা শুনেই অদক্ষতা নিয়ে ছুটে বেরাই।আমরা কোনো একটা উদ্দেশ্য নিয়ে কাজে নামি না। এক দিন YOUTUBE এক দিন SEO এক দিন Marketing তার পরের দিন কাজ করাই বাদ।এভাবে কি আসলেও সম্ভব ?কোন কাজ ই উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট লক্ষের জন্য না ছুটলে সে কাজ থেকে সাফল্য কখনই আসে না।একটা কথা মনে রাখবেন ১০ জায়গায় ৫ হাত করে গর্ত খুরলে পানি পাবেন না , এক জায়গায় ৫০ হাত গর্ত করেন। পানি পেতে বাধ্য।
২ অদক্ষ্যতা
অবশ্যই আপনাকে আপনার কর্মের উপরে দক্ষতা অর্জন করতে হবে।দক্ষতার সহীত কাজ না শিখলেও আপনি হয়ত কিছু কাজ পেতে পারেন কিন্তু আপনার ভবিষ্যৎ অন্ধকার। এই প্রফেশনে টিকে থাকতে পারবেন না।
৩ ধৈর্য্য
অনলাইনে কাজের প্রধান শর্ত ধৈর্য্য ।ধৈর্য্য না থাকলে সাফল্য অসম্ভব। ধৈর্য্য ধরেকাজ শেখার পেছনে লেগে থাকতে হবে , অর্থের পেছনে নয়। ধৈর্য্য ধরে কাজের লক্ষের পেছনে ছুটে গেলে অর্থই আপনার পেছনে ছুটবে। আর ধৈর্য্য না থাকলে আপনার শুধু সময় নষ্ট হবে বিনিময় আপনি কিছুই পাবেন না।
৪ সঠিক গাইডলাইন
অনেকে সঠিক গাইডলাইনের জন্যেও ঝড়ে যায়।এলোমেলো ভাবে কাজ শেখার কারনে অনেকেই কাজের শুরু বা শেষ ধরতে পারে না।এর ফলে কাজে নামার সাহস তারা হারিয়ে ফেলে।কিন্তু সঠিক গাইডলাইন মোতাবেগ স্টেপ বাই স্টেপ কাজ শিখলে কাজের পরিপুর্নতা আসে এবং আস্থার সাথে কাজে নামার সাহস পাওয়া যায়।
৫ কাজে নামা
কাজ শেখা শেষে সময় নষ্ট না করে যত তারাতারি সম্ভব সাহস করে কাজে নেমে পরতে হবে।
আজ না কাল , কাল না পরশু এসব করা চলবে না। কাজে নেমে পরতে হবে। যত বাধা আসুক না কেন কাজ এ নেমে কাজ চালিয়ে যেতে হবে আপনাকে। রিস্ক না নিলে সাক্সেস নিজে আপনার দুয়ারে এসে হাজির হবে না।
নিজ অভিজ্ঞতায় যা বুঝেছি তাই বললাম। কোন ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিবেন কমেন্টস এর মাধ্যমে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আর্টিকেলটি পরার জন্য
Write Your Comment