ফ্রী ফায়ার টপ ইউটিউবার মি.ট্রিপল আর(Mr. Triple R)
এই ব্লগে ফ্রী ফায়ার গেইম এর জনপ্রিয় একজন ইউটিউবার Mr. Triple R এর বেক্তি গত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করবো। সম্পূর্ণ ব্লগটি পরার অনুরুধ রইলো। কারন ব্লগ টি পড়লে আপনি Mr. Triple R সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক ।
Mr Triple R Free Fire ID- মিস্টার টিপলার ফ্রী ফায়ার এর আইডিঃ
বিগত কয়েক বছর ধরে, ফ্রী ফায়ার এর জনপ্রিয়তা তুঙ্গে। বরত্মনা সময়ে ফ্রী ফায়ার একটি জনপ্রিয় একটি ট্রেন্ডিং গেম হয়ে দাঁড়িয়েছে। এই গেইটি প্লে স্টোরে ডাউনলোড ১ বিলিয়ন এর উপরে। যা কিনা অন্যান্য গেইমের তুলনায় অনেক বেশি।
আগে বাংলাদেশে তুমুল জনপ্রিয় ছিল কেশ অফ ক্লেনস, এর পরে pubji এর আসে কিন্তু সব গুলোকে পিছনে ফেলে বর্তমানে এক নাম্বারে রয়েছে free fire.
চলুন এখন আমারা মূল আলচনায় ফিরি। এই আলোচনায় উঠে আসবে জনপ্রিয় গেম ফ্রি ফায়ার এর একজন জনপ্রিয় ইউটিউবার সম্বন্ধে। যা আমাদের দেশের গর্ব বলতে পারেন। Mr Triple R বাংলা গেমিং চ্যানেলটি যে কিনা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন।
মি. ত্রিপল আর , সে তার চ্যানেলে ফ্রী ফায়ার গেম প্লে ভিডিও আপলোড করেন থাকেন। বিভিন্ন চ্যালেঞ্জিং মভমেন্ট এর ভিডিওসহ দুর্দান্ত সব গেমপ্লে এবং হাস্য-রসিকতা করে পুরো গেমটি ফুটিয়ে তোলেন আর সেই ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকেন। বাংলাদেশের মধ্যে তিনি সর্বপ্রথম গেমিং চ্যানেল হিসাবে ৪ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলকটি অর্জন করেন।
যদি বলা হয় যে, ফ্রি ফায়ার গেমিং কমিনিউটিতে জনপ্রিয় কে? অথবা ফ্রী ফায়ার কমিউনিটিতে বাংলাদেশি সার্ভার এর সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিটির নাম কি বা কে? তাহলে উত্তর হবে মিষ্টার টিপলার(Mr Triple R)। তার কারণ তিনি সর্বোচ্চ সাবস্ক্রাইবার ধারণকারী একজন সফল ইউটিউবার।
তার সাবস্ক্রাইবার এবং ভিডিও ভিউস দিন দিন বেড়েই চলেছে। অন্যান্য ইউটিউবারদের তুলনায় সে বেশি ভিডিও আপলোড করে থাকে।
বাংলাদেশী ইউটিউবার ট্রিপল আর তার ফ্যানদেরকে বিভিন্ন ফানি, চ্যালেঞ্জিং ভিডিও, মন্টেজ এমনকি গেমপ্লে দ্বারা এন্টারটেইন করে। সে অনেক সময় ফ্রী ফায়ার এর বিভিন্ন নতুন নতুন আপডেট এর ভিডিও তৈরি করে চ্যানেলে আপলোড দিয়ে থাকেন।
মিস্টার ট্রিপল আর এর ফ্রী ফায়ার ID Number
Mr Triple R এর পুরো নাম হল Rejaur Rahman Rijvi। তার নামের প্রথম অক্ষর গুলোতে R রয়েছে আর সেই নামের ৩ টা আর মিলিয়ে নাম দিয়েছেন Mr. Triple R। তিনি সফল ইউটিউবার এবং কনটেন্ট প্রস্তুতকারক। তার নিজস্ব ফ্রি ফায়ার গেমিং আইডি হলঃ 728027523
তিনি bd71 গিলড এর 1 জন একটিভ মেম্বার।
তার ফ্রী ফায়ার নামঃ Mʀ.TʀΐᴘʟᴇⓇ︵兔
আবার তার গিল্ড নামঃ ᴮᴰ⁷¹BDᴀʀᴍʏ71.
Mr. Triple R ফ্রী ফায়ার র্যাংকঃ
মিস্টার ত্রিপল R যখন গেমপ্লে ভিডিওগুলো বানায়, তখন তিনি ডায়মন্ড কিংবা হিরোইকের মত অবস্থানে থাকেন। তার কারণ তিনি চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে থাকেন। যেগুলো চাইলেই আপনি গ্র্যান্ডমাস্টারের মত বড় বড় রেংকে তৈরি করতে পারবেন না। সেগুলো তৈরি করার জন্য আপনাকে একটু হলেও সেক্রিফাইস করতে হতে পারে। ডায়মন্ড অথবা হিরোয়িক র্যাংকে গিয়ে আপনি সেগুলো কষ্ট করে তৈরি করতে পারবেন। তাছাড়া অন্য উপায় নেই। যদি তিনি অন্যান্য গেমারের মত র্যাংক পুষ করতেন, তবে অবশ্যই গ্র্যান্ডমাস্টারে পৌঁছাতে পারতেন। তিনি প্রায়ই এক থেকে দু'বার রেঙ্ক পুশ করেন। এবং শেষ সময় পর্যন্ত গ্র্যান্ডমাস্টারে উঠে যান। কাজেই মুটেও তাকে অবহেলা করতে পারবেন না।
তিনি একজন মোবাইল গেম প্লেয়ার। অর্থাৎ মোবাইলে গেম খেলতে পছন্দ করেন। মোবাইল প্লেয়ার হয়েই তিনি যথেষ্ট দুর্দান্ত গেমপ্লে করে দেখান।
Squad Mode এ ট্রিপল আর এর গেমপ্লেঃ
মিস্টার ত্রিপল আর স্কোয়াডে মুডে মোট 4748 টিম ম্যাচ খেলেছেন। এতগুলা ম্যাচ খেলার পরবর্তীতে তিনি 700টি ম্যাচ এর চেয়ে বেশি জয়ী হয়েছেন। তার উইনরেট হলো 27.90। বর্তমান সময়ে এ পরিসংখ্যান হয়তো আপডেটেড হয়েছে।
Kills: 12520
K/D Ratio: 3.39
Average Damage Per Match: 1158
HeadShots: 2511
HeadShot Rate: 19.60 %
Average Survival Time: 7 minutes 40 seconds
মিস্টার ত্রিপলার Duo মুডে মোট ৪০০১টি ম্যাচ খেলেছেন। এবং 356 টি booyah এনেছেন। তার উইন রেট হল 10 দশমিক 14 শতাংশ।
Kills: 14226
K/D Ratio: 3.90
Average Damage Per Match: 1220
HeadShots: 2876
HeadShot Rate: 20.22%
Average Survival Time: 07minutes 20 seconds
এই জনপ্রিয় কন্টেন ক্রিয়েটর এখন পর্যন্ত 4753 টি সলো ম্যাচ খেলেছেন। তার মধ্যে 608 টিতে জিতেছেন। উইনরেট প্রায় 33.85 শতাংশ।
Kills: 15432
K/D Ratio: 3.72
Average Damage Per Match: 961
HeadShots: 3301
HeadShot Rate: 21.39 %
Average Survival Time: 09 minutes 02 seconds
আমি যে তথ্য দেখিয়েছি এটা হয়তো এখন আর অনেক আপডেট হয়েছে। তাই এটা বর্তমান অবস্থান না।
Mr Triple R ইউটিউব চ্যানেলঃ
Mr triple r ( ট্রিপল আর) একজন বাংলাদেশি। এবং বাংলাদেশী ইউটিউবার। তিনি প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড করে থাকেন। তার ইউটিউব চ্যানেল লিংকঃ
Mr triple r
তার ভিডিওগুলো মূলত বাংলা ভাষাতে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশি মানুষ গুলই তার নিয়মত ভিজিটর।
তিনি এখন পর্যন্ত ৪ মিলিয়ন এর উপরের সাবস্ক্রাইবার অর্জন করেছেন। পাশাপাশি তার ভিডিওগুলোতে 650 মিলিয়ন এর বেশি ভিও এসেছে।
ইউটিউব চ্যানেলে প্রায় সাড়ে 700 টির বেশি ভিডিও আপলোড করা আছে।
মিস্টার ত্রিপল আর এর আরো একটি ইউটিউব চ্যানেল আছে। যার নাম হল
Mr. No Face। সেটা তে তিনি 31 টি ভিডিও আপলোড করেছেন। এবং তার সেখানে সাবসক্রাইব রয়েছে প্রায় 5 লক্ষাধিক। পাশাপাশি ভিডিও হয়েছে আড়াই মিলিয়নের বেশি।