ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন কিভাবে?
ফেসবুক এর মতে একটি নতুন পেজের অবিলম্বে একটি ব্যবহার কারীর নাম তৈরি করা সম্বব হবে না । একটি ব্যবদারকারীর নাম তৈরি করতে হলে পৃষ্ঠাটিকে ২ টি প্রয়োজনীয়তা অবশ্যই পূর্ণ করতে হবে ।
১। কমপক্ষে একটি পেজের ২৪ টি লাইক থাকতে হবে।
২ । কমপক্ষে ১ টি পোস্ট থাকতে হবে ।
উপরের ২ টি শর্ত পুরন হলে আপনার পেজের একটি ইউজার নেইম সেট করতে পারবেন। এখন আপনার পেজের প্রফাইলের পাজে একটি দেক্তে পাবেন যেখানে User name নামে থাকবে সেখানেক্লিক করুন একটি বক্স আসবে সেখানে আপনার পেজের নামে দিন । খেয়াল রাখতে হবে অবশ্যই যেন একটি উনিক নাম থাকে ।
এখন এটি এপ্পলাই বাটন এ ক্লিক করে সেভ করুন । ব্রাউজার এর লিঙ্ক টি রিফ্রেশ করলেই দেখতে পাবেন পেজের লিঙ্ক টি ইউজার নামের হয়ে গেছে ।