ফ্রিল্যান্সার হলো স্বাধীন যুক্ত একটি পেশা যা পুরো সময় কর্মসংস্থান ছাড়াও প্রচলিত করা সম্ভব। কর্মরত ব্যক্তি সাধারণত বেতনভোগী হয়। আর একজন ফ্রিল্যান্সার তার কোনো নির্দিষ্ট বেতন হয় না। এই Internet বা ফ্রিল্যান্সার জগতে কারো অধীনে কাজ করতে হয়না এবং কারো কথা শুনতে হয়না। নিজের মন মত বা নিজের ইচ্ছামত এখানে কাজ করা সম্ভব।
ফ্রিল্যান্সিং বা মার্কেটপ্লেসঃ
যেসব সাইড থেকে ইনকাম করা যায় তার একটি তালিকা নিচে দেওয়া হলোঃ
- Youtube Marketing
- SEO
- Affiliate marketing
- Email marketing
- Web Design
- Web Developer
- Graphic Design
- Graphic Design: