সুন্দর ক্যারিয়ার গড়ুন ফ্রিল্যান্সিং এ। আর বের হয়ে আসুন বেকারত্বের অভিশাপ থেকে।
  ফ্রিল্যান্সার হলো স্বাধীন যুক্ত একটি পেশা যা পুরো সময় কর্মসংস্থান ছাড়াও প্রচলিত করা সম্ভব। কর্মরত ব্যক্তি সাধারণত বেতনভোগী হয়। আর একজন ফ্রিল্যান্সার তার কোনো নির্দিষ্ট বেতন হয় না। এই Internet বা ফ্রিল্যান্সার জগতে কারো অধীনে কাজ করতে হয়না এবং কারো কথা শুনতে হয়না। নিজের মন মত বা নিজের ইচ্ছামত এখানে কাজ করা সম্ভব।   ফ্রিল্যান্সিং বা মার্কেটপ্লেসঃ যেসব সাইড থেকে ইনকাম করা যায় তার একটি তালিকা নিচে দেওয়া হলোঃ
  1. Youtube Marketing
  2. SEO
  3. Affiliate marketing
  4. Email marketing
  5. Web Design
  6. Web Developer
  7. Graphic Design
  1. Youtube marketing: আমরা সবাই ইউটিউব সম্পর্কে জানি। এখানে সব ধরনের ভিডিও পাওয়া যায় বা নতুন ও পুরনো সব ছবিও পাওয়া যায় এখানে। এখানে যদি আমরা গুগোল এর সাথে এটি যুক্ত করি তাহলে আমরাও এখানে ভিডিও দিয়ে এখন থেকে টাকা আয় করতে পারি। আর এখান থেকে একজন ইউটিউবার প্রতি মাষে ২০০০০ থেকে ৩০০০০ টাকা আয় করা বেপার না। মানুষ এর থেকেও বেশি টাকা আয় করতে পারে এখান থেকে। 2.SEO
Blogger
SEO এর পুরো নাম হলো Search Engine Optimizaton এর মানে নতুন কোনো ওয়েব সাইট google বা অনন্য Search engine এর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় মানে  Search engine এর মধ্যে আমার ওয়েব সাইট বা জার ওয়েব সাইট এর কাজ করবো তাকে জেনো Sharch দিলে প্রথম পাতায় পাওয়া যায় এবং এই কাজ করাকেই SEO বা Search Engine Optimization বলে। 3.Affiliate marketing:
এফিলিয়েট মার্কেটিং হলো আমরা কোন ওয়েব সাইট এ যেখানে অনলাইন এ কেনা বেচা হয় তখন আমরা যদি সাইট এ গিয়ে অনাদের পণ্য নিয়ে আমি যদি অনন্য মার্কেট এ যদি প্রচার করি এবং প্রচার এর পরে যদি সেখান থেকে আমার নামে যদি কোনো পণ্য বিক্রি হয় তাহলে সেখান থেকে আমি কমিশন বা কিছু টাকা পাবো আর এই কাজ করাটাকেই এফিলিয়েট মার্কেটিং বলে। 4.Email Marketing:
ইমেইল মার্কেটিং হচ্ছে সাধারণত মানুষের একটি গ্রুপ থেকে ই-মেইল ব্যবহার করা বা একজন আরেকজনকে ই-মেইল পাঠানো। আর এখন এই ইমেইল দিয়ে মার্কেটিং করা যায় আর সেটা হল কেও বললো যে আমার ১০০ ইমেইল নাম লাগবে আর সেটা জগার করে দিয়ে টাকা আয় করা হয়। ইমেইল মার্কেটিং বিক্রি তালিকা বা একটি বর্তমান গ্রাহক ডাটাবেস করা যেতে পারে। এভাবে ইমাইল মার্কেটিং এর কাজ করা যেতে পারে।   5.Web Design: ওয়েব ডিজাইন হলো একটি ওয়েব সাইট এর রং ঐখান এর যেই লিখা তার ডিজাইন করা। এই কাজ করতে হলে কিছু কোড লিখে এর ডিজাইন করতে হয়। বর্তমানে এই ওয়েব ডিজাইনের খুব চাহিদা রয়েছে। আর তা ছাড়াও যদি কারো এই কাজ জানা থাকে তাহলে কর্মসংস্থানেও তার অনেক চাহিদা রয়েছে।   6. Web Development: ওয়েব ডেভলপার বিস্তৃতভাবে ইন্টারনেটের মাধ্যমে হোস্টিং জন্য ওয়েবসাইট তৈরির সঙ্গে যুক্ত কর্ম বোঝায়। ওয়েব ডেভলপার ওয়েব ডিজাইন, ওয়েব কন্টেন্ট উন্নয়ন, ক্লায়েন্ট-সাইড / সার্ভার সাইড স্ক্রিপ্টিং ও নেটওয়ার্ক নিরাপত্তা কনফিগারেশন, অন্যান্য কজ করা হয়। এটাও খুব ভালো একটা কাজ এর চাহিদাও প্রচুর পরিমান রয়েছে।
  1. Graphic Design:
Blogger
আমরা সবাই তো গ্রাফিক ডিজাইন এর কাজ জানি তাও একটু বলি। গ্রাফিক ডিজাইন দিয়ে আমরা অসাধারণ কিছু আর্ট করতে পারি যেমন গ্রাফিক ডিজাইন করে আমারা বিভিন্ন ওয়ালপেপার বানাতে পারি তারপর কোনো কোম্পানির লোগো ডিজাইন করতে পারি। এছারাও আমরা টেক্সট এর ডিজাইন করতে পারি। এই গ্রাফিক ডিজাইন আমরা অনলাইন ছাড়াও বিভিন্ন কোম্পানিতে চাকরিও করতে পারি। একজন গ্রাফিক ডিজাইনার এর অনেক চাহিদা রয়েছে।   **এরকম আরও অনেক কাজ আছে যা আমরা শিখে অনলাইন থেকে টাকা আয় করতে পারি**   কিছু অনলাইন মার্কেটের নাম নিচে দেওয়া হলোঃ   1. Odesk          2. Freelancer, 3. Fiver         4. Guru.com, ETC. এরকম আরও অনেক সাইট আছে যেখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা যায়।। মন্তব্যঃ আমাদের দেশের অনেক বেকার যুবক আর ছাত্রদের জন্য এই কর্মসংস্থান এখন অনেক ভালো একটা স্থান। এর দ্বারা অনেকেই সাবলম্বিন হচ্ছে। এরদ্বারা বাংলাদেশের বেকারত্ব দূর করা সম্ভব।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *