Now We are very excited to share our experiences about Conversion.ai Long-Form Content.
সাম্প্রতি সময়ে দেশ ও বিদেশের ডিজিটাল মার্কেটিং কমিউনিটিতে একটি টুলস খুব বেশি আলোড়ন সৃষ্টি করেছে। টুলসটি মূলত মার্কেটারদের কনটেন্ট সম্পর্কিত সমস্যা সমাধানের কাজে ব্যবহার হয়ে থাকে।
সবার আর্টিকেল লিখার ধারনা থাকে না আবার থাকলেও আর্টিকেল লিখতে পারেন না কারণ সেটার জন্য অনেক স্কিল এবং সময়ের প্রয়োজন হয়। আবার কোনো ভালো মানের রাইটারকে দিয়ে কনটেন্ট রাইট করতে গিয়ে বেশির ভাগ Website Owner কেই সম্পূর্ণ বাজেটের ৬৫% টু ৭৫% খরচ করতে হচ্ছে। সুতরাং অনেকেই এখন বিভিন্ন AI-POWERED কনটেন্ট ক্রিয়েশন টুলস এর উপর দিন দিন নির্ভরশীল হচ্ছেন। আর যেখানে একটি প্রবাদ আছে "Content is the King" সেখানে এসকল টুলস এর ব্যাপক জনপ্রিয়তা শুধুমাত্র সময়ের অপেক্ষা । যদিও এরকম অনেক টুলস মার্কেটে রয়েছে । কিন্তু বর্তমান সময়ে Conversion.ai এর মতো user friendly GPT 3 টুলস খুব কমই আছে।
Conversion টুলসটি মূলত তাদের জন্য যারা নেটিভ ইংরেজি ভাষাভাষী না এবং সম্পূর্ণ একজন প্রফেশনাল কনটেন্ট রাইটার এর উপর নির্ভরশীল না হয়ে নিজ থেকে
human readability আর্টিকেল বা মার্কেটিং আইডিয়া তৈরি করতে চান।
Conversion.ai হলো বেস্ট GPT 3 নির্ভর কপিরাইটিং টুলস যার মাধ্যমে আপনি মাত্র কয়েক সেকেন্ড এর মধ্যে উচ্চ মানের কনটেন্ট তৈরি করতে পারবেন। এই টুলসটির একটি AI ভার্সন রয়েছে যার নাম হচ্ছে "Jarvis" যেটি আপনাকে যেকোনো niche অথবা keyword কেন্দ্র করে উচ্চমানের কনটেন্ট জেনারেট করে দিতে পারবে। সেই কনটেন্ট এর মান একজন ইন্টারমিডিয়েট লেভেলের কনটেন্ট রাইটার এর মতোই হবে।
চাইলে এই লিংক এর মাধ্যমে আপনারা একটি স্যাম্পল দেখে নিতে পারেন ?
Sample Content
সম্পূর্ণ কন্টেন্টটি Conversion.ai এর লং ফর্ম কনটেন্ট এর মাধ্যমে বানানো হয়েছে।
আমাকে মাঝে মধ্যে কিছু কমান্ড করতে হয়েছে "জার্ভিস" কে যাতে করে একটি কনটেন্ট জেনারেট করতে সুবিধা হয়। আপনানি চাইলে আরো এর থেকে ভালো কনটেন্ট জেনারেট করতে পারবেন। শুধুমাত্র আপনাকে সঠিক ভালো মানের কমান্ড দিতে হবে টুলসকে।
Conversion.ai কখন এবং কেন ব্যবহার করবেন?
আসলে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলোএই যে আপনি কখন বুঝবেন যে এটি আপনার খুব প্রয়োজন?
যদি আপনার ওয়েবসাইট এর জন্য কনটেন্ট রাইটিং বাজেট কম থাকে তখন আপনাকে হয়তো একজন ন্যাটিভ কনটেন্ট রাইটার এর পাশাপাশি কিছু প্রয়োজনীয় টুলস এর সহযোগিতার দরকার হতে পারে।
এমন অনেক সময় আসে যখন আপনি যে নিস নিয়ে কাজ করছেন তার মোটামুটি আইডিয়া আপনার আছে কিন্তু একটি কনটেন্ট আসলে কিভাবে সাজিয়ে লিখবেন, সেই কনটেন্ট এর স্ট্রাকচার কেমন হবে? কোন পজিশনে গিয়ে আপনাকে কোন কনটেন্ট টপিকস নিয়ে আলাপ করতে হবে সেটার ধারণা আপনার একদমই না থাকে তাহলে আপনাকে একজন ভালো মানের রাইটার উপর আস্থা রাখতেই হবে।কারণ সব কাজ AI টুলস বা সফটওয়্যার দিয়ে হয় না।আর আপনার যদি মোটামুটি কনটেন্ট লিখার স্ট্রাটেজি জানা থাকে যাতে একটি কনটেন্ট আপনি সাজিয়ে ঘুছিয়ে তৈরি করে সেটা আপনার Business ওয়েবসাইটে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি অনন্য AI সফটওয়্যার গুলোর সাহায্য নিতে পারেন।
Conversion.ai দিয়ে আপনি কি কি করতে পারবেন?
তবে আপনি
content writer হন আর না হন "
Conversion.ai" আপনাকে সব ক্ষেত্রেই হেল্প করতে পারবেন। যেভাবে আপনি "Conversion.ai" এর মাধ্যমে যে বিশেষ সুবিধা গুলো পেতে পারেন
? আপনার কনটেন্ট এর জন্য যেকোনো ধরণের চোখে পড়ার মত টাইটেল জেনারেট করতে পারবেন।
?
Eye-CACHY ব্লগ ইন্ট্রো বানাতে পারবেন।
? ইচ্ছে মতো যেকোনো টপিকস এর উপর
Long-Form কনটেন্ট জেনারেট করতে পারবেন।
? আমাজন সহ যেকোনো
Gaint marketplace এর প্রোডাক্ট Description তৈরি করতে পারবেন।
? ব্লগ পোস্ট টপিকস, ideas,
short paragraph তৈরি করতে পারবেন।
?
Google এবং Facebook এর Ad Headline এবং Description বানাতে পারবেন।
?
Youtube এর জন্য ভিডিও আইডিয়া, Topics Search, টাইটেলএবং Video Intro করতে পারবেন।
? ওয়েবসাইট এর blog post, homepage, product page এবং service page এর জন্য টাইটেল এবং meta description জেনারেট হবে।
এছাড়াও আরো অনেক দারুন সব ফিচার আছে যেগুলো আপনার কাজে লাগতে পারে।
Conversion.ai নিয়ে গুরুজনদের উক্তি?
উপরে বর্ণিত আলোচনা হতে আপনি যদি মনে করেন এটা আপনার প্রয়োজন তাহলে আপনি এটা ব্যবহার করতে দেখতে পারেন। আশা করি আপনি হতাশ হবেন না। এখন পর্যন্ত দেশ বিদেশের সব বড় বড় মার্কেটাররা এটা নিয়ে ব্যাপক আলোচনা করেছেন।