পাকিস্তানের করাচিতে মঙ্গলবার এক নারীসহ চার টিকটকারকে গুলি করে হত্যা করা হয়েছে। করাচির গার্ডেন এলাকার আনক্লেসারিয়া হাসপাতালের কাছে এই ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন। নিহতদের সবাই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে সক্রিয় ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। বিশেষ করে টিকটকে ভিডিও পোস্ট করতেন তারা। মঙ্গলবার শহরের রাস্তায় গাড়িতে ঘুরে ঘুরে টিকটক ভিডিও বানানোর সময় হাসপাতালটির কাছে তারা হামলার শিকার হন। গাড়ির মধ্যেই নারীকে হত্যা করা হয়। বাকি তিনজনকে গাড়ি থেকে বের করে গুলি করে হামলাকারীরা। পরবর্তীতে হাসাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
#tiktok killed in pakistan