দিন যাচ্ছে হচ্ছে নতুন নতুন উদ্ভাবন, আর এই সকল উদ্ভাবন আমাদের জন্য আনন্দ বয়ে আনছে, শুধু তাই নয় বাড়িয়েও দিচ্ছে জী’বনের গতি, তেমনি এক উদ্ভাবনের কথা নিয়ে আজকের লেখা,আপনার হয়তো বি’শ্বা’স হবে না, কিন্তু এটি সত্যি। এমন একটি পরিবর্তন করে রাতা’রাতি সব বদলে গেলো। এমনকি উত্তরপ্রদেশ Counseling For Science and Technology এর সাথে সাথে এক রাষ্ট্রীয় University এটিকে সঠিক বলেছেন। উত্তরপ্রদেশের এক যুবক এমন কাজ করলো যে তার বাইক এক লিটার পেট্রো’লে ১৫০ এরও বেশি কিলো’মিটার এভা’রেজ দিতে পারে। আর আপনার বাইক দেয় মাএ ৩০ থেকে ৬০ কিলো’মিটার। তাহলে সেই হিসেবে এটি তিনগু’ন হয়ে গেল।
মাএ কিছু টাকা খরচ করেই প্রতি এক লিটারে 153 কি’মি এভারেজ পাওয়া যাবে। কিন্তু কি করে। আসুন সেটাই জানি।সেই ব্যাক্তি হলেন উত্তরপ্রদেশের কৌশাম্বী জে’লার গু’দড়ী গ্রামের বাসিন্দা বিবেক কুমা’র পটেল। বা’ইক ইন্জিন নিয়ে অনেকদিন ধরে কাজ করছিলেন আর আজ তিনি সফলতা পেয়েছেন। বা’ইকের সা’মান্য কিছু বদ‘ল করেই এভা’রেজ ১৫০ এরও বেশি কিলো’মিটার প্রতি লিটার করে দেন। উনি যেকোনো বাই’কের ফের’বদল করে ৩০ থেকে ৪০ কি.মি এভা’রেজ বাড়িয়ে দিতে পারেন।
নব’ভারত টাই’মসের অনুসারে এটি একটি ব্যবস্থা নয় বরং একটা টেকনিক যা একটু ফের বদল করা হয়েছে। কারন এটি কে UttarPradesh Counseling of Science and Technology আর Allahabad এর Motilal Nehru National of Institute প্রমাণ করেছেন।রিপোর্ট অনুসারে উত্তরপ্রদেশ কাউন্সিল এই আবি’ষ্কারকে হাতে কলমে প্রমাণ করার জন্য Motilal Nehru National Institute of Technology এর Mechanical Engineering Department এ টেস্টিংও করিয়েছেন। আশ্চর্যভাবে সেটি সঠিক হয়েছে।
এই টেকনিকে শুধু কার্বোরেট’রকে বদলাতে হয়। বিবেক বাইকের কার্বোরে’টর বার করে নিজের বানানো কার্বোরেটর লাগিয়ে দেয়। তারপরই তার মাইলেজ বেড়ে যায়। এতে মাএ ৫০০ টাকা খরচ হয়। রিপোর্ট অনুসারে বিবেক কার্বোরেটর কে সেট করে দেয়।
UPCST এই বুঝিটিকে পেটেন্টের জন্য আবেদন করেছেন। পেটেন্ট হওয়ার পরই এটি বাজারে ছাড়া যাবে আর সবাই ব্যবহার করতে পারবে। এটি পে’টেন্ট পেয়ে গেলে বাইক কম্পানি এটি কিনে নতুন বেশি মাইলে’জ সম্পন্ন বাইক বানিয়ে বাজারে আনলে পেট্রোল কম খরচ হবে। ২০১৫ এর গণনা অনুসারে পনের কোটি বাইক ভারতে আছে। আর ভাবুন এক লিটার পেট্রো’লে তখন বাইক চললে কত পেট্রোল বাঁচবে আর দাম ও কম হবে।
কাটারায় অব’স্থিত Shree Mate Vaisnab Devi University এর Technology Business Innovation Center বিবেকের এই আবি’ষ্কার কে startup হিসেবে রে’জিস্টার করেছে। এর জন্য center থেকে ৭৫ লক্ষ টাকার স্বী’কৃতি দেওয়া হয়েছে।মিডিয়া রিপোর্টস অনুসারে UPCST এর Joint Director বলেছেন যে এতে পেট্রোল কম লাগবে আর ক্ষ’মতা পরিবর্তনও হবে না।