গ্রাফিক ডিজাইন করতে গেলে আমাদের যে যে গুরুত্ত পুরনো বিষয় গুলি মাথাই রেখতে হবে।
হেলো ফ্রেন্ডস আপনারা শকলে কেনম আছেন। আমার তরফ থেকে আপনাদের মাহে রমজানের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমিও এক প্রকার ভালোই আছি। অনেক দিন পরে ফিরলাম টী টী তে। জাক মুল কথাই ফেরা জাক। গ্রাফিক ডিজাইন করতে গেলে আমাদের যে যে গুরুত্ত পুরনো বিষয় গুলি মাথাই রেখতে হবে। আজ আমি লোগো ডিজাইন নেয়ে কথা বলব। আমাদের অনেকেরি ইচ্ছা আছে যে অনলিনে কেছু ইঙ্কাম করার বা কেছু উপ্রি বা এক্সট্রা তাকা ইকাম করার, কিন্তু আমতা তা করতে পারছি না কারন আমাদের অনেকের হইতি ফটোশপ, অ্যাডোব ইলুস্ট্রেটর বা আর অনেক সফটওয়্যার আমাদের জানা আছে, কিন্তু তাও থিক থাক কাজ পাচ্ছিনা বা কাজ পেলেও ঠিক ঠাক ভাবে করতে পারছিনা। এই রকুম ৩ টি কারনে হই। ০১. ঈলূসন, ০২. ঈমেজীনেসন, ০৩. ক্রিয়েটিভিটি। গ্রাফিক ডিজাইন করতে গেলে আমাদের যে যে গুরুত্ত পুরনো বিষয় গুলি মাথাই রেখতে হবে। ০১. ঈলূস্‌ আমরা যখন কোন লোগো বা অন্ন কিছু ডিজাইন করি তখন শরব প্রথমে আমাদের এক্তা ঈলূসন থাকার খুব প্রয়োজন, কারন যে ডিজাইন টা আমরা করতে যাচ্ছি সেই ডিজাইন টি তইরী করতে গেলে আমাদের কোন কনটেণ্ট তি কে প্রথমে বানাতেহবে বা পরে বানাতে হবে সেই বিশয়ে আগে থেকেই ভাবনা চিন্তা করে নেওয়া উচিত, ০২. ঈমেজীনেসন, যখন কোন ডিজাইন করবেন তখন আপনার মনের ভিতর এক্তি ভারটুয়াল ছবি মানে যে ডিজাইন বানাতে যাচ্ছেন সেই ডিজাইন টি কেমন হবে, কি কি কালার বাবহার করবেন সেই বিষয়ে ছিন্তা ধারা থাকতে হবে। ০৩. ক্রিয়েটিভিটি, এটিও একটি গুরুত্ব পুরনো বিশয় আপনার ডিজাইন টি কে সুন্দর এট্রাকটিভ করে তুলতে হবে জাতে আপনার ডিজাইন টি ক্লাইন্টের পছন্দ হই, তবে মনে রাখবেন আপনি আপনার ডিজাইন টি এট্রাকটিভ করে তুলতে গিয়ে জেনো খুব বেসি কন্টেণ্ট ব্যবহার করবেন না তাহলে ডিজাইনের মুল বস্তুটির ভিসন নষ্ট হয়ে যাবে, সব সময় আপনার ডিজাইন টি সিম্পল রাখার চেষ্টা করবেন। আজ কে আমি জে ভিডিও টি এনেছি সেই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি জে কি ভাবে আপনি একটি লোগো কে ডিজাইন করে খুব সুন্দর ভাবে প্রেজেন্ট করবেন ক্লাইন্ট কে, এবং কিছু সিমপেল আর সহজ টিপস বলেছি। আমি আশা করছি যে আপনাদের ভালো লাগবে। ভিডিও টি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন. আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করুন। আর যদি কোন হেলফ লাগে ডিজাইন সম্বন্ধে তাহলে টিউমেন্ট করুন আমার ইউটিউব টিউমেন্ট বক্সে। আজ এখেনেই শেষ করলাম, আবার নতুন ডিজাইন নীয়ে আপনাদের কাছে আমি হাজির হবো ভালো থেকবেন সবাই আমি আল্লাহর কাছে দোয়া করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *