টিপস এন্ড ট্রিকস

৩২৭ কোটি ব্যবহারকারীর জিমেইল হ্যাক হওয়ার সম্ভাবনা!

৩২৭ কোটি ব্যবহারকারীর জিমেইল পাসওয়ার্ড ফাঁস হয়ে গেছে বলে দাবি করেছে সাইবারনিউজ। দ্যা সান আজকাল এর এক প্রতিবেদনে বলা হয়েছে জিমেইল এবং হটমেইল মিলিয়ে প্রায় ৩২৭ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যেমন ইউজার নেম, পাসওয়ার্ড চলে গেছে হ্যাকারদের হাতে। সাইবারনিউজ বলেছে যেহেতু মেইলের সঙ্গে নেটফ্লিক্স ও বিটকয়েনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাকাউন্ট যুক্ত থাকে তাই আশঙ্কা করা হচ্ছে, মেইলের পাসওয়ার্ড ব্যবহার করে সেই সমস্ত অ্যাকাউন্ট থেকে তথ্য হাতানো হতে পারে। শুধু তাই নয় ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে জিমেইলের অ্যাকাউন্ট যুক্ত থাকে।

বেশ কয়েকটি বড় তথ্য সুরক্ষা লঙ্গনের পরে ৩২৭ কোঠিরও  বেশি ইমেল  একাউন্ট  পাসওয়ার্ড হ্যাক হওয়ার খবর অনলাইনে ফাঁস হয়েছে। যেহেতু জিমেইল এর সঙ্গে অন্যান্য অ্যাকাউন্ট জুক্ত থাকে যেমন নেটফ্লিক্স ও বিটকয়েনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাকাউন্ট যুক্ত থাকে, তাই সন্দেহ করা হচ্ছে, ইমেইল মেইলের পাসওয়ার্ড ব্যবহার করে সেই সমস্ত অ্যাকাউন্ট থেকেও তথ্য চুরি হতে পারে।

এরকম উল্লেখ্য যুজ্ঞ খবর, ২০১৭ সালেও এই একই ধরনের সাইবার কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল, যেবার প্রায় ১৪০ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়া প্লাট ফর্মে ফাঁস হয়ে গিয়েছিল। বিশেষজ্ঞদের বলছেন, হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে অতি দ্রুত বদলে ফেলা উচিত পাসওয়ার্ড।ক্যাপিটাল লেটার ও স্মলার লেটার, ইউনিক সিম্বল, নম্বর সহ আরও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

#BigBreaking #Gmail #Hotmail #Password #leak Gmail password leak #cyberattack #

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close