টিপস এন্ড ট্রিকস

হৈচৈ : হৈচৈ ভারতের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং। HoiChoi

 

hoichoi

হৈচৈ (HoiChoi): হৈচৈ ভারতের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং। হৈচৈ থেকে বিভিন্ন ওয়েব সিরিজ প্রচার করা হয়। এ ছাড়া এতে মুভি, মিউজিক ভিডিওসহ বিভিন্ন টিভি শো দেখা যাবে। অফলাইন ভিডিও ডাউনলোড সুবিধা রয়েছে হৈচৈ-এর মোবাইল অ্যাপে। তবে এ ক্ষেত্রে সাবস্ক্রাইব করতে হবে। হৈচৈ-এ কিছু কিছু ভিডিও কনটেন্ট ফ্রি দেখা যাবে।

তবে সব কনটেন্ট দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে। এক বছরের জন্য ৯.৯৯ মার্কিন ডলার এবং এক মাসের জন্য ১.৪৯ মার্কিন ডলার সাবস্ক্রাইব ফি দিতে হবে। এ ছাড়া যে কোনো ব্রাউজার থেকে www.hoichoi.tv ওয়েবসাইটে গিয়ে সেবাটি উপভোগ করা যাবে।

hoichoi 2

কিভাবে ব্যাবহার করবেনঃ
১/ প্রথমে এই লিংক থেকে এপটি ডাউনলোড করে নিন।
২/ ইন্সটল করে নিন।
৩/ Unknown Source অপশনটি এলাও করে দিন।
৪/ ব্যাস হয়ে গেলো। এবার ব্যাবহার করুন।

MX Player Install করে নিন

এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইভ করে নিন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।

 

[ উপরের ডাউনলোড লিংক কাজ না করলে অল্টারনেটিভ গুগল ড্রাইভ লিংক থেকে ডাউনলোড করতে পারেন]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close