টিপস এন্ড ট্রিকস

টি২০ খেলা দেখুন অনলাইনে | Live TV Channel | T20 World Cup live 2021

Live TV Channel 

এই ওয়ার্ল্ড কাপ এ অনেক আছেন যারা কিনা অনলাইন বা ইন্টারনেট এর সাহায্যে লাইভ টিভি চ্যানেল দেখতে চান। কিন্তু সমস্যার বিষয় হলো আগে গাজী টিভি তাদের একটি খেলার চ্যানেল রেখেছিলেন যা কিনা ইউটুবে দেখা যেত যেটা রাবিতে হল নাম ছিল। কিন্তুবর্তমান সময়ে এটিতে খেলা লাইভ সার্ভিসটি বন্ড আছে। এর বিশেষ কিছু কারণ আছে। এক হলো বিশ্বকাপ এর মতন বড় আসর যেখানে অনেক স্পন্সর থাকে। আর এছাড়া সবাই অনলাইন টিভি দেখলে ইন্টারনেট সার্ভিস এর মধ্যে প্রেসার পরে অনেক। আরো কিছু কারণ রয়েছে যা কিনা ইউটুবে তাদের কিছু রেস্ট্রিকশন। আবার দেশীয় কোম্পানি হিসাবে ব্যবসায়িক স্বার্থ জড়িত। ঠিক এই কাৰণ গুলার কারণ হতে পারে ইটা আমার ধারণা।
আগে বিভিন্য আপস দিয়ে টিভি চ্যানেল গুলো দেখা যেত। মূলত অনেক গুলা চ্যানেল খেলা প্রচার করে থাকে এর মধ্যে বাংলাদেশে গাজী টিভি ও টি স্পোর্টস এই ২ টি চ্যানেল খেলা দেখিয়ে থাকে।

এই চ্যানেল গুলো আগে অনেক ভাবে দেখা যেত এর মধ্যে BDIX Server  এর সার্ভার এর মাধমে আবার বিভিন্ন্য ড ও লিংক এর মাধ্যমে। এখন এইগুলা কোনোটাই কাজ করছে না। অন্যন্য চ্যানেল গুলো দেখা গেলেও এই চ্যানেল গুলো দেখা যায় না।

আমাদের দেশে অনেকেই আছি যার ক্যাবল কানেকশন ব্যাড দিয়ে দিয়েছি আবার অনেকের বাসায় টিভি নেই। সেই ক্ষেত্রে আমাদের মোবাইল ফোন টি একমাত্র সম্বল হয়ে পরে খেলা দেখার জন্য। কিন্তু এখন অনেকেই খেলা দেখা নিয়ে পড়েছেন মারাক্তক বিড়ম্বনায় তাই আপনাদের কথা চিন্তা করে অত্যন্ত সহজ ভাবে খেলা দেখা যায় একমন একটি পদ্ধতি নিয়ে আসছি।

অনলাইন এর মাধ্যমে খেলা দেখতে হলে আপনাকে মোবাইল দিয়ে এখনই প্রবেশ করুন গুগল প্লে স্টোরে। তার পর ডাউনলোড করে নিন। লাইভ নেট টিভি এই এপপ্স টি এর পর ওপেন করুন। নিচের ছবির মতো দেখাবে। ক্রিকেট লাইভ অপসন টি সিলেক্ট করুন। এর পরে ওয়াচ লাইভ সিলেক্ট করলে দেখতে পাবেন আপনার মোবাইল খেলার চ্যানেল প্লে হয় গিয়েছে। এর মধ্যে যদি এডস চালু হয় তাহলে একটু অপেক্ষা করুন অথবা এডিস টি ক্লোস করুন।
যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিও দেখে নিতে পারেন।
আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close