কান্ট্রিবয়ের আরামদায়ক তৈরি ক্রিত পশাকের সমাহার।
করোনার কালীন সময়ে অনেককে ছাড়া বছর জুড়ে কাটাতে হয়েছে বাসার মধ্যে । ঘিরে থাকাকালিন সময়ে আমারা বেশির ভাগ মানুষ পছন্দ করি আরাম দায়ক পোশাক । তাই এ বছরও ফ্যাশনে কান্টি বয় দিলে ঢালা পোশাক নিয়ে প্রত্যেক টি শো রুম ও অনলিন সাজিয়েছে । এরই পথ ধরে, ফ্যাশন ব্র্যান্ড কান্টি বয় লাইফস্টাইল এবার নিরীক্ষাধর্মী টপ টু বটম, স্লিভ কিংবা কলার বা পোশাকের প্যাটার্নেও বৈচিত্র্য এনেছে। ক্রেতার প্রয়োজন অনুযায়ী এসব আরামদায়ক কাপড়ে রয়েছে বাহারি রঙের আদিপত্য। এছাড়া তরুনদের চাহিদার কথা মাথায় রেখে সাজানো হয়েছে গ্রীষ্মের নতুন তৈরি ক্রীত পোশাক । বর্তমান ট্রেন্ড এর কথা মাথায় রেখে পোশাকে নিয়ে আসা হয়েছে নতুন প্যাটার্ন । সলিড, প্রিন্ট, স্ট্রাইপ ও ফ্লোরাল মোটিভ প্রাধান্য পেয়েছে কালেকশন গুলুতে। এ সকল কালেকশন এর মধ্য রয়েছে ভিবিন্ন ডিজাইনের পাশাপাশি সলিড, প্রিন্ট, স্ট্রাইপ ও ফ্লোরাল । থাকছে নারী, পুরুষ ও শিশুদের জন্য পোশাক ও ফ্যাশন অনুষঙ্গ পোশাক । ফ্ল্যাট-ফ্রন্ট ডেনিম ও নিটের পোশাক নিয়েও থাকছে বৈচিত্র্যময় বেশ কিছু আকর্ষণীয় ডিজাইন। যাঁরা ফরমাল থেকে বেরিয়ে ক্যাজুয়াল লুক চান, তাঁদের জন্যও এ কালেকশনগুলো দেবে স্বস্তি ও অন্যরকম অনুভূতি। সাম্প্রতিক সময়ে করোনা মহামারির কারনে আমাদের দৈনদিন চলা ফেরা একেবারে সীমিত হয়ে পরেছে আর তাই এর প্রবাভ পরেছে ব্রান্ডের পোশাকেও । তাই পোশাকে আনা হয়েছে বৈচিত্র্যতা । আনা হয়েছে গ্রীষ্মের উপযোগী সলিড কালারের সুতি কাপড়ের আরামদায়ক পোশাক এছাড়া জ্যাক ওয়ার্ড কাপরের স্বাচ্ছন্দ্যময় ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, তরুণীদের ফ্যাশনেবল কুর্তিসহ ফিউশন পোশাক।
আপনার প্রিয় ফ্যাশন ব্র্যান্ড কান্টি বয় এর শো রুম কোথায় কোথায় আছে জানতে জেনে নিন এই লিংকে ক্লিক করে : https://t.ly/JvaU
ঘরে বসে অনলাইনে পোশাক এর কালেকশন দেখতে এই লিংকে ক্লিক করুনঃ https://www.countryboylifestyle.com/